পড় নামাজ, হে- মুমিন, এক আল্লাহর খুশিতে
যিনি করিলে সৃষ্টি মানব, কেবল তাঁরই ইবাদতে ।
নামাজ হল ফরজ ইবাদত, সময় মত পালনীয়
বিনা ওজরে করিলে কাজা, শাস্তি হবে ভয়াবহ ।
বান্দার সেজদা অধিক প্রিয়, খুশি হন পরওয়ারদেগার
তাই নামাজ হয়েছে বেহেস্তের চাবি, মুমিনের উপহার ।
নিশ্চয় নামাজ রাখে, সকল পাপ কাজ থেকে বিরত
তবে শর্ত হলো, সে নামাজ হতে হবে ‘একাগ্রচিত্ত’ ।
‘খুশু-খুযু’ ওয়ালা নামাজ, আল্লাহর দরগায় অধিক মকবুল
যে নামাজে বান্দার চাওয়া সব, আল্লাহ পাক করেন কবুল ।
‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুমিন, নামাজে করে মুখরিত
নামাজে দাঁড়িয়ে বান্দা করে গোলামি, সেজদায় অবিরত ।
ইমানের পরিচয় নামাজের সাথে, মুসলিম-অমুসলিমের পার্থক্য
নামাজের মধ্যে বান্দা করে কেবল, এক আল্লাহর আনুগত্য ।
নামাজে আছে প্রকার ভেদ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল
পারলে পড়ে নিয়ো সব, তবে নিশ্চয়ই তুমি হবে সফল ।।