আজ ফিলিস্তিনে চলছে, মৃত্যুর করুন মিছিল
ভয়াবহ বোমার বিস্ফোরণে মরছে, নিষ্পাপ শিশু
অগণিত নারী-পুরুষ, আর বেসামরিক মানুষ
পুরো গাজা শহর, ভেঙ্গে-চুরে হল ধ্বংস স্তূপ ।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে, আশকারা পেয়ে
ইহুদি নামের ওই পাষণ্ড দানব গুলো
একে একে নিরীহ ফিলিস্তিনিদের মেরে
জালিয়ে-পুড়িয়ে, করছে সব শেষ ।
অথচ শান্তির নীল পতাকা উড়িয়ে যায়
মানবতার নামে, তথাকথিত জাতি সংঘ
হাস্যকর এই জগদ্দল পাথর, তাকিয়ে রয়
পরা শক্তির ইশারায়, তারপর একটু মন্তব্য ।
গণতন্ত্রের ছদ্মবেশী শয়তান, আমেরিকা
নির্মম-নিষ্ঠুর এই গণহত্যা, যার চোখে পড়েনা
বরং জালিমের পক্ষে সাফাই গেয়ে, করে ওকালতি
বলে দোষী নাকি ওরা, নিরীহ ফিলিস্তিনি ।
পার্শ্ববর্তী আরব দেশ গুলোর কথাও, সকলে জানি
নামে মুসলিম, তবুও করে আমেরিকার দালালি
যারা বাতিল ইসলামিদের দেয়, কোটি কোটি রিয়াল
পাশে মুসলিম অকাতরে মরে, সেখানে যেন ভেজা বিড়াল ।
প্রথম বিশ্ব যুদ্ধে, খেলাফতের বিপরীতে ব্রিটিশের পক্ষে
দালালি করে সৌদিরা, পেয়েছিল নিজেদের রাজ্য
আজ সারা বিশ্বে আমেরিকা, গণতন্ত্রের একক হোতা
সৌদিতে রাজতন্ত্র, তেলের জন্য তারা এখানেই বোবা ।
তাই আজ চরম অসহায়, নিরীহ ফিলিস্তিনি
আমেরিকার মন্ত্রে, বেপরোয়া ওই দানব গুলি
না মেনে সার্বভৌম নীতি, জবর দখলে নিচ্ছে
ফিলিস্তিনিদের বসত-ভিটা, পূর্ব পুরুষের জমি ।
জোর যার মুল্লুক তার, যে নীতিতে আমেরিকা
ইসরাইলি আগ্রাসন, এটাও তাদের নীল নকশা
নিরুপায় মজলুম, তাকিয়ে শুধু বিধাতার পানে
কবে হবে মুক্ত মানবতা, এই পৃথিবীর বুকে ।।