অমর একুশে তুমি, প্রেরণা মোদের
লাখো সালাম, হে শহীদ তোমাদের
ভুলিনি ভুলব না, তোমাদের রক্ত ঋণ
শ্রদ্ধায় স্মরিবে তোমাদের বাঙালি চিরদিন ।
একুশের যে শিক্ষা, দিয়ে গেছো তোমরা
আজও আছি, সেই চেতনাতে মোরা
যুগ যুগ ধরে রবে, একুশে ফেব্রুয়ারী
বিশ্ববাসীও এখন করে স্মরণ বিশ্বব্যাপী ।
ধিক্কার জানাই ওই বর্বর পাকিস্তানিদের
চব্বিশটি বছর যারা দেয়নি অধিকার
এখনো করে ওরা আমেরিকার দালালি
দেখে যাও বাঙালি আজ স্বনির্ভর জাতি ।
রফিক, শফি, সালাম, বরকত, জব্বার
আওয়াল, অলি উল্যাহ সহ সাথীদের
বিদেহী আত্মা যেন থাকে চির সুখে
সেই দোয়া করি মহান আল্লাহর কাছে ।।