আজগুবি কথা, দেশ নিলামে যাবে !
হাওয়ায় দ্রুত ভাসিয়ে দিয়ে
হঠাৎ নেতার আবির্ভাব,
দেশ বাঁচতে, চলো রাজপথে ।
হুজুগে মাতাল, যত দলবল নিয়ে
করে মশকরা, এসে আন্দোলনে ।
বলদা যত সব পাতি নেতা,
হালুয়া-রুটি আরও কত কি’র লোভে,
বাণিজ্য তো বটে, যদি একবার ক্ষমতা ।
কি-যে নেশায় উন্মাদ সে
টেনে হিঁচ্ড়ে নামাতে সরকার ।
বোমাবাজি, আগুন দেয়া, খুন-খারাবি
এখন এসব মামুলি ব্যাপার ।
আদৌ জানে না রাজনীতি কাকে বলে,
তাই না বুঝে ঢিল ছোড়ে
যত নাটক, গুজব, বানোয়াট তথ্য দিয়ে ।
চলছে এসব সমান তালে,
কোনটা সত্য, আর কোনটা মিথ্যে
বুঝে উঠা ভীষণ দায় এ সমাজে ।
রাজপথ জুড়ে পাতি নেতার আমদানি
রাজনীতি, নীতি শাস্ত্রের জাত মেরে
আবার করেন নেতা গিরি ।
ব্যাটার শখ কত; বুঝে না বুঝে
হাঁক পাড়ে রাত দুপুরে ।
নব্য রাজনীতির বিশেষ আকর্ষণ
ফেসবুক- ইউ টিউব- টুইটার- লিঙ্কড ইন ।
আর ও কত কি যুক্ত হবে ডিজিটালে,
মডার্ন এসব প্রযুক্তি এখন রাজনীতিতে ।
দুনিয়া জুড়ে সব ভণ্ডের দল
ব্যস্ত এখন নিজেকে জাহিরে ।।