অদ্ভুত এক পাষণ্ড দানব, নাম- আমেরিকা
গিলে খেতে সব সম্পদ, করে নানা বাহানা ।
কতগুলো দরবার খুলে, করে নিজে মোড়লগিরি
বহুরূপী সঙ সেজে, আছে সে বিশ্বব্যাপী ।
কোথায় আছে তেলের খনি, গ্যাস ও সোনার খনি
নিতে হবে ছিনিয়ে তা, না দিলে রঙ বাজী ।
অকারণে পিছে লেগে, করে কত শয়তানী
উপরে দেখায় নিরপেক্ষ, ভিতরে যত বদমায়েশি ।
চোরকে বলে, চুরি কর আবার গৃহস্থকে ধর ধর
একেই বলে আমেরিকা, চাতুরীতে সে সত্যি বড় ।
বিশ্ব-সন্ত্রাসী আমেরিকা আর মিলে তার মিত্ররা
তাদের সাথে এক হয়ে, আছে যত ধামাধরা ।
জাতিসংঘের দোহাই দিয়ে, চলে কত তামাশা
মানবতার মূল্য ভূলে, জীবন নিয়ে করে মজা ।
সাম্রাজ্যবাদী আগ্রাসনে, নিরীহ মানুষের বলিদান
শান্তির জনপদ গুলি, পুড়ে হয়েছে মহাশ্মশান ।


‘প্রত্যেক শক্তির আছে, বিপরীত এক প্রতিক্রিয়া’
তৃতীয় সূত্র নিউটনের, যেটা অপ্রিয় হলেও সত্য কথা ।
ইতিহাস মানে না, উপদেশ শোনে না, দেখায় দাম্ভিকতা
যুগে যুগে রাজ্য জয়ী-মহাবীর, পারিনি ঠেকাতে ক্ষমতা ।
কোটি অভিশাপ-ধিক্কারে, পাষণ্ড দানবের হবে পতন
রূঢ়-প্রকৃতি গজব হয়ে, আমেরিকাকে ধরবে যখন ।
সাম্রাজ্যবাদী খেলা শেষে, বৃটেন এখন নিজের ঘরে
আমেরিকাও শান্ত হবে, যখন বিপরীত শক্তি ধরবে কশে ।

সময় বদলে বিশ্ব-অর্থনীতি, এসেছে আজ এশিয়াতে
চীনের মত দৃঢ় প্রত্যয়ী, হতে হবে সকলকে ।
জাতি সংঘ, বিশ্ব ব্যাংক এরূপ সব দরবার ভেঙ্গে
গড়তে পারে এশিয়া, নতুন কোন জোট নিয়ে ।
মানবতার মুক্তি দিতে, দক্ষিণ-পূর্ব এক হয়ে
জেগে উঠে, রুখে দাও, সাম্রাজ্যবাদী দানবকে !!