প্রকৃত ভালো মানুষ, পাওয়া যেন দায়
হাজারো মানুষের ভিড়ে কোথা তাকে পাই
পথে-ঘাটে, গ্রামে-শহরে খুঁজতে বাকি নাই
যাকে পাই, সে-তো ভালো মানুষ নয় ।
কি আকাল পড়েছে এই মনুষ্য মেলায়
মানুষ আছে ভূরি ভূরি আসল মানুষ নাই
সমাজে-দেশের এই চরম দৈন্যতায়
যে মানুষটির আমি দেখা পেতে চাই ।
তবে কি পাওয়া যাবে না, তাকে কোথাও
থাকো যদি তুমি, আর অভিমান নয় ;
এসো, হে মান্যবর, স্বাগতম তোমায়
রাজ মুকুটটি দিতে চাই তোমারই মাথায় ।
ধরো, খুব শক্ত করে, যেন ফসকে না যায়
যেন তোমার হাতে মানুষের কল্যাণ হয় ।।