জীবন যুদ্ধে থামবো না আমি
মানবো না কোন পরাজয়
আসুক যত বাঁধা-বিপত্তি
সব পেরিয়ে হবো, ইনশাল্লাহ জয়ী ।
মনের যত সুপ্ত বাসনা আছে
আজও কাঁদে, ধুকে ধুকে বুকে
কষ্টের সেই লালিত স্বপ্ন কি তবে
যাবে সব এমনি বিফলে ?
হতাশ মনে তবুও আমি
এক বুক আশা নিয়ে
নিরাশার বুকে ঠুকিয়ে ছুরি
দিব স্বপ্নের আকাশ পাড়ি ।
যতদিন না আসে কাঙ্ক্ষিত বিজয়
হাল না ছেড়ে করবো লড়াই
দ্বিধাহীন হৃদয়, না হয় ভেঙ্গে করি খান
তবুও হতে দিব না আগামীকে ম্লান ।
সুন্দর একটি প্রত্যাশা থাকে সকলের
এটা যে জগৎ সংসার
সম্ভাবনা গুলো, যেন না হয় কবর
তার তরে করি অঙ্গীকার ।।