পৃথিবীর এই আজব পরিমণ্ডলে আমি বড্ড একা !
অন্যদের মত পারিনা, যা ডাহা মিথ্যা !
মানুষ তো ! কেউ নই পাক্কা-সাচ্চা !
তাই ভাল মন্দে মিশে চলা !
যা ঘটেনি তবুও তা নিয়ে কত কথা !
অযথা সময় ব্যয়ে, কেন লিখি সেটা ?
কথার নান্দনিকতায় কখনো কবিতা !
দৈনিক পত্রিকাতেও হচ্ছে কত কি ছাপা !
বাস্তবে, আসলে সব ফাঁকা !
তাও আবার টাকায় কিনে হচ্ছে পড়া !
যত মিথ্যার কাব্যিকতা !
জানি না, এর কি আছে যৌক্তিকতা ?
একদিন হয়তো চলে যাব, কেউ থাকবো না !
ছেড়ে এই পৃথিবীর মায়া !
যাদের খায়েশে এত আবেগের ভালবাসা !
মনে হবে সব মিথ্যা !
যা করেছি, লিখেছি যাদের জন্য তারা হাওয়া !
সওয়াল-জওয়াবে শুধু আমি একা !