বিশ্বে আছে নানা জাতি, ধর্ম-মতের গোষ্ঠী
সব এক মহান স্রষ্টার সৃষ্টি
নেই ভেদ রক্তে, এক আকৃতি
সাদা-কালো সে তো চামড়ার প্রকৃতি
বরং “মানুষ” এটাই সত্যি
বিদ্বেষ ভুলে যেন এক হয়ে চলি
ধর্ম রেখে অন্তরে, গড়ি সাম্য-মৈত্রী
ভরে উঠুক বিশ্বময় সম্প্রীতি ।
মৃত্যু অনিবার্য, যেটা ধ্রুব সত্যি
বাস্তবতায়ও টিকে নেই কোন পূর্ব জ্ঞাতি
এটা যে নশ্বর পৃথিবী !
আসা-যাওয়া এই তো রীতি
ক্ষণেক সাক্ষাতে আজ তুমি-আমি
একদিন পরে শুধুই স্মৃতি !
বিধাতাকে করতে খুশি
যেন মানুষের কল্যাণে কিছু করতে পারি
যেটা পরপারে হবে সাথী
মানুষের ভালবাসা যে সবচেয়ে দামী ।।