হায় কি এক জামানায় এসে গেছি !
নেই কথায় কোন আদব, তাছির
বরং ব্যঙ্গ-তামাশার ভিতর
চলছে কোরআনের তাফসির !
মৌলবি জানেনা, সে নিজে কি
তবু কথায় কথায় জাহান্নামী !
আরও কত কি গালাগালি !
অথচ আল্লাহ্ই সব অন্তর্যামী ।
মৌলবি, প্রত্যহ যে নামাজ পড়ো
রোজা রাখো, নফল ইবাদত করো
বলতে পারো, তা কবুল হয়েছে কি
মহান আল্লাহ পাকের দরগায় ?
সায় দিলে, কেবল তারাই জান্নাতি !
তুমি কি জান্নাতের ইজারাদার ?
জান্নাত-জাহান্নাম সব আল্লাহ্র হাতে
যাকে তিনি দিবে যেটা, তাঁর ইচ্ছা ।
কিসের এত অহংকার তোমার ?
মাদরাসায় পড়েছো তাই !
তাহলে পৃথিবীর কোটি কোটি মুসলিম
যারা কখনো যায়নি মাদরাসায়,
তারা কি জাহান্নামী ? তোমার ভাষায় ।
হর-হামেশা যাকে তাকে কাফের !
তুমি কি ধোয়া তুলসী পাতা ?
জেনে রেখো, যাকে বললে কাফের
সে যদি না হয়, আল্লাহর কাছে
তবে তুমি নিজেই হবে কাফের !
কয়েক পাতা পড়ে হামবড়া হয়ে
দেখাও জ্ঞানের গর্ব ?
তোমার থেকেও বহু গুনে এলেম ছিলো
মুয়াল্লিম ইবলিশের
অহংকারে তাঁর গেলো সব চলে
পরে, অভিশপ্ত হলো শয়তানে !!