হায় হায় মৌলবি ! ধর্মের নামে করো কি
তুমি-তো করছো শেষ, ইসলামের শান্তি
নবীজীর ইসলামকে, তুমি করলে কলঙ্কিত
তোমার তাণ্ডব দেখে, মানুষ আজ আতঙ্কিত
পাশ্চাত্য বুদ্ধিতে নেচে, কর রাজনীতির খেলা
তাই সরল ছাত্রদেরকে বানিয়েছ চ্যালা ।
ক্ষমতার মসনদ, এত সহজ ভেবোনা
তোমার পূর্ব পূরুষও করেছিল এই খেলা
সকালে এক দলে, বিকালে অন্য দলে
কত কি করেছিল তারা, শাড়ির আঁচল ধরে
তুমি তো সেই মৌলবিরই উত্তরাধিকার
দেখালে কত কিছু তামশা-কারবার ।
ক্ষমতার লোভ করেনি, মুসলিম খলিফারা
তুমি সন্ত্রাস ছড়িয়ে কর, ক্ষমতা দখলের চেষ্টা
যাদের সুড়সুড়ি পেয়ে, নেচে বেড়াও রাজপথে
তাদের স্বার্থ পুরালে, ধরবে তোমার গলা টিপে
রাজনীতির কূটচালে, এখনো তুমি নেহাত আবাল
অতি সত্বর দেখতে পাবে, সেই ভুলের মাশুল ।
জানোনা তোমার মত, গড়েছিল কত লাদেন
নানা ভাবে ট্রেনিং দিয়ে, পরে ওদের
ইসলামী হুকুমতে, পাঠায় আফগানিস্তান
দেখনি ক্ষণেক পরে, কি করেছিল তাদের
হত্যার মহাযজ্ঞ আর ধ্বংসলীলা দিয়ে
ইসলামী আস্তানা শেষ, জালিয়ে-পুড়িয়ে ।।