চাঁদের হাসি ঈদের খুশি
তারুণ্যের মাতামাতি
বাজারে কেনা কাটায় হুড়হুড়ি
নতুন সাজে নগর বাসী ।

সকাল থেকে নানা প্রস্তুতি
ঈদগাঁহে সব এক শ্রেণী
কিছুক্ষণ কোলা কুলি
অত:পর আনন্দের ছড়াছড়ি  ।

চলবে ইচ্ছে মত ঘুরাঘুরি
আজ যে, ঈদের খুশি !!