দুর্নীতির মহাযজ্ঞ, চলছে দেশ জুড়ে
থামছেনা কিছুতে বরং লাগামহীন ভাবে
সরকারীতে লেগে আছে আজান দিয়ে
রাজনীতিবিদ-ব্যবসায়ী বাদ নেই এর থেকে ।
যে জনগণের অর্থে চলে দেশের প্রশাসন
সেবার নামে তাদের ওরা পাল্টা করে শোষণ
ব্রিটিশ তাড়িয়ে পাকিস্তানি, এদের বলবে কি ?
দুর্নীতিবাজ-ঘুষখোর, সব রক্ত চোষা হারামি ।
র্যাবে মারছে কত মানুষ, বিনা বিচারে
ঘুষখোর মরেনি কেউ, এদের গুলিতে
দুর্নীতিবাজ কোন অংশে কম নয়, সন্ত্রাসী থেকে
বেশির ভাগে থাকে ওরা সরকারি আশ্রয়ে ।
চলছে দেশে মহাযজ্ঞ, রকমারি দুর্নীতি
বাড়ি-গাড়ির অভাব নেই মনে দারুণ ফুর্তি
নামে-বেনামে হিসাব ছাড়া, কারো বা বিদেশে
রাঘব বোয়ালরা থাকে, ধরা ছোঁয়ার বাইরে ।।