ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, মাহফিল আর ওই মঞ্চে
চলছে আজি সমান তালে, সব বয়সের মাঝে
সত্য-মিথ্যার ধার ধারেনা, তোয়াক্কা নেই ধর্মের
পরনিন্দা, সমালোচনা, গিল্লা-গীবত এসবের
দিনে দিনে বাড়ছে এসব, সমাজ, সংসার, সরকারে
শান্তি-সম্প্রীতি-ভ্রাতৃত্ব ভুলে, অশান্তি ছড়িয়ে সব খানে
কত মজা পরনিন্দায়, দোষ খোঁজে তাই সকল কাজে
নিজের গায়ে এত দোষ, অথচ চোখ পড়েনা সেদিকে ।
কত যুদ্ধে প্রাণ গেল, এই মিথ্যা গুঁজবে ভর করে
কত সংসার ধ্বংস হলো, শুধু চোগলখোরির কারণে
গিল্লা-গীবত মৌলবিও করে, মনগড়া সব দোহাই দিয়ে
জ্ঞানী-গুণী, সুশীল-সমাজ, তারাও আছে একই সুরে
ফেসবুক, ইউটিউব এই জামানায়, আরও এক ধাপ এগিয়ে
মিথ্যা গুজবে অস্থির সমাজ, সরকারও পড়ে বিপাকে ।
নিন্দার সমাজ ঘৃণায় ভরে, বিদ্বেষ ছড়িয়ে সবখানে
অশান্তির আগুন মানুষের গায়ে, দাউ দাউ করে জ্বলছে
শ্রদ্ধা-সম্মান, ভক্তি-ভালোবাসা, কোথায় যেন হারিয়ে
বিষাক্ত সমাজ, পুড়ে ছারখার বাকি নেই আর ধ্বংসের ।।