অসীম ক্ষমতাবান রব্বুল আলামিন
কুল স্রষ্টা, মালিক আসমান-জমিন
মানুষকে বানালে তুমি বিরোধিতা সত্ত্বে
আবার শয়তানকে দিলে কর্তৃত্ব করতে
বুঝি না এ তোমার কেমন লীলা
চাই শুধু একটু হেদায়েতের পিয়ালা ।
আজও অজানা শাহ সিকান্দার প্রাচীর
ভয়ংকর ইয়াজুজ-মাজুজ রক্ষিত যার ভিতর
দার্জালের ফেতনা থেকে বাঁচাইয়ো বান্দাদের
হে আল্লাহ্ এই অভয় তুমি দিয়ো আমাদের
হেদায়েত রেখেছ তুমি, নিজের কাছে
নবী-ওলী সবাই তোমার দয়ার বরকতে ।
নসীব কর, দয়া দিয়ে সিরাতুল মুস্তাকিম
সিরাতাল্লাজিনা আন্আ’ম্তা আ’লাইহিম
গাইরিল মাগদুবি আ’লাইহিম
ওয়ালাদ্দো......য়াল্লীন । ( আমীন ) ।।