হালের বাতাস বইছে বেগে
কালের মহা বিবর্তনে
নিচ্ছে সবাই যে যার মত
আবার করছে দ্যাখো রঙ্গ !
আদেশ উপদেশ তুচ্ছ হয়
যখন স্বার্থটা বেশি পায়
আসল-নকল সবাই জানি
তবু নকলের পিছু না ছাড়ি
ঘুমের ভানে শোনে সবি
এই লোকের সংখ্যা বেশি।
ব্যবসা হবে হালাল পথে
যে পথে নেই ব্যবসায়ী
দুর্নীতি বাজ, চাঁদা বাজ
আছে আরও মতলববাজ
মিলে মিশে গড়ছে ওরা
আজব রঙের দুনিয়া ।
এসব দেখে প্রতিবাদে
আসে না আজ কেউ
আসবে কেন দেখছে সবে
চোর-পুলিশে মজা নিবে ।
ছোট-বড় আমলার লোভে
পাতি নেতা হয় সর্বগ্রাসী
রাজনীতিতে তারাই হিরো
দেশটাকে বানায় জিরো
উদাসী সরকারের হেঁয়ালিতে
দেশটা আজ রসাতলে ।
কে রুখবে, কে সাম্লাবে!
তাই জাগো- জাগো-
রাজপথ কাঁপানো মিছিল
নিরীহ জনতা বলে, নেতা বলায়
চালাকি করেই নেতা হতে হয়
যখন সরকারে ছিলেন নেতা
জনগনকে দেয়নি পাত্তা
‘গণতন্ত্র’ সহজ বিদেশী তন্ত্র
নিজে মানেনা অন্যকে দেয় মন্ত্র ।
আসবে সময় একদিন এমন
বাণী দিয়েছিল মনীষীগন
বহু যুগ পর ঘুরে ফিরে এখন
হালে লেগেছে সেই ক্ষণ ।