মন মাঝারে ডুবে আছো তুমি
রাখলে না কেউ নিজের খবর
যাকে খোঁজো ও মন পাখি
সে-তো নয় আপন তোমার ।
জগৎ সংসারে পেতেছো বাসা
তোমার আপন সত্তাকে ভুলি
যে আছে তোমার হিতের তরে
তাকে খোজোনি, একটু তুমি ।
শুধু মায়ার বাঁধনে,
অচেনা শহরে মুসাফির হয়ে তুমি
সময় শেষে বেলা গড়িয়ে
চড়িবে মানব গাড়ি ।
হায় আফসোস করিবো সবে
বিদায়ের ওই পথে
হারিয়ে সব ওই পাখিটার
সেদিন পিঞ্জরে চড়িবে মাটি ।।