“কোটা” নিয়ে এত শত কথা, সামাজিক দুনিয়ায়
কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা বড় দায় !
তবে কেন জানি মনে হয়,
সরকারের পক্ষে এ সময় ক্ষেপণ মোটেই শুভকর নয় !
যে ব্যবস্থাটি তারা নিজেরাই দিয়েছে বিদায়
তা নিয়ে বাড়াবাড়ি কি অসদাচরণ নয় ?
কথায় বলে, গাধা পানিই খায়
তবে তা ঘোলা করে, সেটাতে পিপাসা মেটায় !

সংবিধানে ১৯(১), ২৯(১) ও ২৯(২) এর বিধান
চাকুরীর ক্ষেত্রে সকল নাগরিক সমান
তবুও ১৯৭২-এ শুরু “কোটার” প্রচলন !  
সেখান থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ ৪৬ বছর
দেশে ছিল অনেক জনপ্রিয় সরকার
কিন্তু কেউ করেনি “কোটার” কোন সংস্কার
পরে সাধারণ ছাত্রদের দুর্বার
আন্দোলনে ০৪ অক্টোবর/১৮ দাবি মেনে
পরিপত্র দিয়ে “কোটা” বাতিল করে সরকার ।  

২০২১-এ সাত মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট করলে,
০৫ জুন/২৪ হাইকোর্ট, সরকারের ওই পরিপত্র বাতিল করে
“কোটা” পুন:বহাল করে !
০৯ জুন/২৪ হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ
সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আবেদন করে ।
১০ জুলাই/২৪ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ,
হাই কোর্টের দেয়া রায় স্থগিত করে ।  
তাহলে কি দাঁড়ালো এখানে ?  
কোটা নাই হয়ে, ফিরে গেলো ২০১৮ এর পরিপত্রে ।
সবচেয়ে বড় বিষয়, ০৫ জুন থেকে ১০ জুলাই
কোন সরকারী নিয়োগ হয়নি, দেশে ।  
তবুও ছাত্রদের দাবি, এটা বন্ধ হোক নির্বাহী আদেশে
কিন্তু কোন সরকার যায়না সুপ্রীম কোর্টের বিরুদ্ধে ।

এদিকে গণ ভবনে প্রধানমন্ত্রী, সাংবাদিকের প্রশ্নে
“মুক্তিযুদ্ধের আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন,
মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না,
তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?”
এই কথায় ছাত্ররা “রাজাকার” হলো কিভাবে ?
একজন শিক্ষার্থীর যদি নুন্যতমও ভাষা-জ্ঞান না থাকে
জানিনা, এই লেখাপড়ায় কি হবে ?

তবুও এই নিয়ে কত “রঙ-ঢঙ” হলো সারাদেশে !
ইন্দনে, কারো প্রধানমন্ত্রী-মন্ত্রী হওয়ার স্বপ্ন জাগে মনে !  
তাই সরকার পতনের পরিকল্পনা নিয়ে
কেউবা নাশকতা সাজে, রাজপথে নামে আন্দোলনে
এরপর মহা ধ্বংসলীলা চালালো চারিদিকে !
আন্দোলন দমাতে পুলিশের নির্বিচারে গুলি বর্ষনে
ছাত্র জনতার প্রাণ গেলো শতে শতে !
এমন বীভৎস মৃত্যু ও ধ্বংস দেখে এখনো গা শিউরে উঠে !
বুঝি এই ছিলো অধিকারের আন্দোলনে !

২১ জুলাই/২৪ সুপ্রীম কোর্টের যুগান্তকারী রায়
স্মরণীয় হয়ে রবে, ইতিহাসের পাতায় ।
স্বাধীনের পর এতো বড় হত্যাযজ্ঞ হয়নি বাংলায় !    
এখন কেউ নিচ্ছে না এর দায় !
নিবে না, কারণ- ভয় !
কোন মানুষই আইনের ঊর্ধ্বে নয় ।
এখন কিছু দিন রইতে হবে, বিচারের অপেক্ষায়
সত্য চিরদিনই সত্য, মিথ্যার পরাজয় !