বিংশ শতাব্দীর নানামূখী অভাবনীয় অগ্রযাত্রায়
আজকের মানব জাতি এক অনন্য উচ্চতায়
তবে ভয় হয়, আগামীর চিন্তায়
না জানি এ অর্জন কোথায় গিয়ে দাঁড়ায় ।
ন্যায়-সত্য-শালীনতা, এখন হচ্ছে সব দাফন
যত শিক্ষিতরাই এর একমাত্র কারণ
কি লাভ হলো গড়ে এত স্কুল-কলেজ-মাদ্রাসা
প্রকৃত শিক্ষা পায়নি বলে, আজ এই অবস্থা ।
শুধু স্বার্থের কারণে সত্যকে ছুড়ে ফেলে
যত মিথ্যার বেসাতি ভরে
গলাধঃকরণ করছি খুব নিমিষে
নৈতিক এই অবক্ষয়ে, প্রকৃতিও হেসে বলে
শিক্ষিত, তোমরা কি নীতির কথা গেছ ভুলে ?
নাকি সনদ অর্জন, এইটুকু চেয়েছিলে ।
আপন স্বার্থে সবাই ব্যস্ত যে যার মত
পরের কথা, দেশের কথা কি আর মনে থাকে তত
এখন এটাই সমাজের প্রাত্যহিক বাস্তব চিত্র
এত বই পড়েও বন্দী, বিবেক-মনুষ্যত্ব
পাল্লা দিয়ে বাড়ছে কেবল শিক্ষিত
দীক্ষার অভাবে হচ্ছে না মানুষ আলোকিত ।।