জন্ম টা যার কালি আর কাদা
কখনো কি হয় সে কালো থেকে সাদা
যতই করোনা তুমি ঘষা আর মাজা
কয়লা ধুলে কখনো যায়না ময়লা ।
হারাম খোরের রক্তে যত হারামজাদা
হোকনা যতই বড়, কল্যাণে আসেনা
গোবরে পদ্মফুল, কি লাভ তাতে
যার সারা অঙ্গে আবর্জনা, শোভা পায় কিসে !
ব্যতিক্রম থাকবে কিছু জগৎ সংসারে
লাখে একজন উপমা, হতেও পারে
তেঁতুল গাছে ধরে তেঁতুল, ধরে না তাল
হারামে সাময়িক আরাম, দু:খ চিরকাল ।।