গণতন্ত্র, সোয়ার হয়ে দেশে দেশে
কিন্তু শান্তি এলো না কোন খানে !
যদিও বোঝে না লোকে !
তবুও ‘ফেউ’ এর মত লেগে আছে !
প্রতি পাঁচ বছর পর একটা সিল দিতে,
গণতন্ত্র, হঠাৎ জেগে ওঠে !
তারপর গণতন্ত্র আবার রোষানলে !
সকল জনমত উপেক্ষা করে,
জিম্মি করে চলে শাসন গণতন্ত্রের নামে !
জানিনা এ খেলা বন্ধ হবে কবে ?
জনগণই মালিক গণতান্ত্রিক রাষ্ট্রে,
সেটাও জানে না সাধারণে !
জেনেও লাভ নেই এই তন্ত্রে,
যেখানে ব্যক্তি থেকে দলের প্রাধান্য ঊর্ধ্বে !
অনেকটা নেতা-নেত্রীদের দখলে !
সেই সুবিধা নিতে,
কিছু জনগণ নিয়ে রাজপথে ‘তন্ত্র নাটকে’ !
কেউ ক্ষমতায়, কেউ বিরোধী দলে !
সততা-দক্ষতা নেতৃত্বে গুনাবলীর শীর্ষে,
প্রয়োজন নেই গণতন্ত্রে !
শিক্ষা ছাড়াই যে কেউ নেতা হতে পারে !
সেই উৎসাহ দেয় গণতন্ত্রে !
আবার নেতার বিরুদ্ধে কথা বললে,
বহিষ্কার সাথে সাথে !
সমালোচনা করা যায়না যেখানে,
তাকে গণতন্ত্র বলি কি করে ?
এখন এই তন্ত্র চলে, রাজতন্ত্রের আদলে !
ছিটেফোটাও গণতন্ত্র নেই দলে !
তারাই আবার গণতন্ত্র চায় রাষ্ট্রে !
দেখে বেকুবও হাসে !
‘সংখ্যাগরিষ্টতা’ মুখ্য এই গণতন্ত্রে !
অথচ সৎ লোকের জোট নেই কোন খানে !
তাই রাষ্ট্রকে গিলে খেতে !
যত অসতেরা জোট বেঁধেছে এখানে !
হরতাল-অবরোধও এই তন্ত্রে !
যারা পক্ষে তারা মানবে,
যারা পক্ষে নয়, প্রত্যাখ্যান করবে ;
এই নিয়ম গণতন্ত্রে ।
কিন্তু কে মানে ?
বাস-ট্রাক, দোকান-পাট জ্বালিয়ে !
নিরপরাধ মানুষকে পুড়িয়ে !
গণতন্ত্রের নামে ওরা ধ্বংসযজ্ঞে মেতে উঠে !
কি অদ্ভুত তন্ত্র, এই গণতন্ত্রে !
জোর করেই মানাতে হবে !
রাজনীতির এই ভয়াবহ উত্তাপে !
বিভক্তি আজ জনে জনে !
জ্ঞানীর বিবেচনার ভোট আর মূর্খের ভোট,
কখনো কি এক হতে পারে ?
তফাৎ তো অবশ্যই আছে !
অথচ সমান-সমান, গণতন্ত্রে !
রাষ্ট্র বিজ্ঞানীরা একে “মূর্খের শাসন” বলে !
দুর্জন ক্ষমতায় ! সৎ জন মেরে !
খোদ যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র মুখ থুবড়ে !
যদিও বিশ্ব, এই তন্ত্রের দখলে !
এই তন্ত্রে অসুস্থতা আরো বেড়েছে !
ডাক্তারও বিপাকে !
যতদিন ভাল মানুষরা একত্রিত না হবে,
সব তন্ত্র ব্যর্থ হয়ে পালাবে !
তাই মানুষ এখন নতুন এর খোঁজে,
যদি শান্তি পায় কোন খানে,
সব কিছু তো মানুষের কল্যাণে ।
আসুক স্থিতি মনে,
ধ্বংস নয়, সৃষ্টি-সমৃদ্ধি দিয়ে
বিকল্প ভাবনায় শান্তি আসুক পৃথিবীতে ।।