যদি বন্ধ করতে নাই পার যুদ্ধ
তবে, ভেঙ্গে দাও জাতি সংঘ ।

যদি রুখতে না পারো অন্যায়
তবে সংঘ নিয়ে করনা অভিনয় ।

যদি সামলাতে না পারো দৌরাত্ম্য
তবে সংঘে বসে আছ কেন অপদার্থ ।

যদি না শোনে, কেউ তোমার কথা
তবে বিদায় হও, এটা তোমার ব্যর্থতা ।

এর পর ও যদি,  করো গলাবাজি
ধরে নিবো, এটা তোমার ভেল্কিবাজি ।

পাঁচ মোড়লের পা চাটা কুত্তা তুমি
তাই করো নিয়ত তাদের তোষামোদি ।

ঘেউ ঘেউ ছাড়া কি আছে তোমার
তুমিও মুখোশ ধারী, পাষণ্ড বর্বর ।

তাই ধিক্কার তোমাকে, ওহে জাতি সংঘ
অসহায়ের কান্নায়,  তুমিও হবে ধ্বংস ।।