একটা শ্রেণী দেশের স্থায়ী শাসক গোষ্ঠী
যদিও তাদের বলা হয় কর্মচারী !
তবুও তাদের দিয়েই চলে ক্ষমতার কারসাজি
সাথে বড় বড় ব্যবসায়ী, বিদেশি সহযোগী
ক্ষমতার রজনীতিতে এদেরই গুরুত্ব বেশি
যাদের বাদ দিয়ে অসম্ভব, রাষ্ট্রের উন্নতি
এরা আবার খুব সুবিধা বাদী !
সুযোগ বুঝে করে দলের চামচামি
কারণ মন্ত্রীদের হাতে যে বেতন বৃদ্ধি !
আগে চাই কাঙ্ক্ষিত বাড়ী-গাড়ী !
মন্ত্রীরা অস্থায়ী, মাত্র পাঁচ বছরের প্রতিনিধি
আসল সরকার, রাষ্ট্রের কর্মচারী !
তারাই দেশের সর্বময় ক্ষমতার অধিকারী !
যারা আবার গণভোটেরও আয়োজনকারী !
ভোটে শুধু নেতা পরিবর্তন, এই আর কি
তাতে সাধারণ মানুষের লাভ কি ?
যাদের ট্যাক্স-ভ্যাটে, নেতা-কর্মচারী কোটিপতি !
সেই জনতার নিত্য যুদ্ধ বাজারে দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতি !
গণতন্ত্রে নেই সমাধান, এখানেই ত্রুটি !
স্বপ্ন দেখায়, আশা জাগায় নেতা-নেত্রী !
ক্ষমতার পালা বদলে কেউ মন্ত্রী, কেউ বিরোধী
গণতন্ত্রের জন্য কেউ মরতেও রাজী !
অথচ মানুষের কষ্টে কারো নেই জীবন বাজী
এই হলো গণতন্ত্র, এর নাম রাজনীতি !!