দুর্নীতি নিয়ে কত বয়ান-লেখালেখি
দিন শেষে সবখানে, হরদম দাদাগিরি
সরকারের পক্ষেও কত কি প্রচারণা
সরষের ভূত দিয়ে হাস্যকর বন্দনা ।
যতই পড়ুক তওবা ওরা, মনে শয়তানী
চোরে শোনে না কখনো, ধর্মের কাহিনী ।
নিত্য ঘুষের কাঁচা টাকার বান্ডিলের গন্ধে
জিবে আসে জল, সামলায় কেমনে ।
এই নরপিশাচিদের সমূলে উৎখাতে
দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক হয়ে দেশের স্বার্থে
লড়তে হবে, সকলকে আপসহীন ভাবে
নইলে দেশের সব অর্জন যাবে বিফলে ।
কঠোর আইনী প্রয়োগ, জবাবদিহি ছাড়া
কস্মিনকালেও দুর্নীতি দেশ থেকে যাবে না
স্বাধীন নিরপেক্ষ কমিশন দরকার সর্বাগ্রে
যাতে দুর্নীতির সব তথ্য বেরিয়ে আসে ।
দ্রুত বিচারের স্বার্থে বিশেষ ট্রাইব্যুনালে
কঠিন শাস্তি সহ সম্পদ বাজেয়াপ্ত করে
দুর্নীতির ফিরিস্তি দিয়ে প্রচার গণ মাধ্যমে
যাতে শিক্ষা পায়, সকল দুর্নীতি বাজে ।।