দ্যাখো আমলা আছে গামলা হাতে
দশের কড়ি কুড়াতে
এই কড়ি নয় হাজার লাখ
সব কোটি কোটির ফারাক ।
দ্রব্য মূল্যে হলে ঊর্ধ্ব গতি
যদিও দোষী করি মন্ত্রী
বেনামে ব্যবসার মালিক যে আমলা
সেই খবরটি রাখি না আমরা ।
এভাবে বহু সিন্ডিকেটের সঙ্গী
যেখানে আমলা জড়িত সরাসরি
পেয়েছে কোটি থেকে শত কোটি
কেউ হাজার কোটির কোটিপতি ।
লুট করে সব গামলায় ভরে
গড়ে আলিশান বাড়ি বিদেশে
বেগম পাড়া, ওদের শহর
যেথায় কাটবে সুখের প্রহর ।
পায় না খুজে দুর্নীতি ওদের
কারণ সরকার হলো বড় চোর
চোরে চোরে মাসতুতো ভাই
তাই গামলা ভরে কড়ি কামায় ।।