লুটের দেশে চলছে সদা কত ভেল্কিবাজি
বঙ্গবন্ধুর আক্ষেপ, আমি পেয়েছি চোরের খনি
দুধে ধোয়া তুলশি পাতা সরকারী কর্মচারী
রাজনীতি না করে ও আমলা এখন মন্ত্রী ।
রাজনীতি চলবে রাজনীতিকদের নিয়ে
অথচ নীতি-আদর্শ সব পাল্টে দিয়ে
সুখের চাকরিতে তার জীবনটা কাটিয়ে
হঠাৎ আমলার আবির্ভাব রাজনীতিতে
এভাবে উড়ে এসে এরা জুড়ে বসেছে
তাই রাজনীতি এখন বন্দী কফিনে।
বহু বলেছে চোর, সব জন প্রতিনিধি
তবে তিনি কেন আজ সেই পথের যাত্রী
অবসর নিয়ে তাই নতুন ধান্দার আশায়
আমলা দেয় ধন্না নেতা-নেত্রীর বাসায় ।
আমলারা নাকি উচ্চ শিক্ষিত ব্যক্তি
এমপি-মন্ত্রী সেতো শুধু জন প্রতিনিধি
যাদের নেই তেমন শিক্ষার বেসাতি
এজন্য নাকি আনা উচিত সংশোধনী ।
পাতা মুখস্থ ছাড়া, কি ছিল যোগ্যতা
যার বদৌলতে তিনি সরকারী আমলা
পুঁথিগত বিদ্যা দিয়ে হয়না সমাজ পরিবর্তন
বাস্তব জ্ঞান-অভিজ্ঞতা যেটা বেশি প্রয়োজন ।
দুর্ভিক্ষের কবলে পড়ে এক সময় দেশটি
হয়ে গিয়েছিল নাকি তলা বিহীন ঝুড়ি
এর পিছনেও ছিল এই আমলাদের দুর্নীতি
হুংকার দিয়ে ও বঙ্গবন্ধু, রুখতে পারেনি ।
সন্ত্রাসী থেকে আমলা ভয়ংকর ক্ষতিকর
যাদের খপ্পরে পড়ে সর্ব শান্ত সরকার ।।