ছোট্ট একটা ন্যায্য দাবি, তাই নিয়ে
কি বর্বরোচিত হত্যা, তাণ্ডব চালালো দেশে !
অবশেষে জালিমের হাত থেকে দেশ বাঁচাতে
কেউ রইল না আর ঘরে ।
মানুষ নিজেই জীবন দিতে ঝাঁকে ঝাঁকে
পালে পালে এসেছিল রাজপথে ।
এমন অভূতপূর্ব সাহসী দৃশ্য
শুধু দেশবাসী নয়, দেখে ছিলো বিশ্ব ।
অতীতে বহু আন্দোলন হয়েছে রাজনীতি ঘিরে
কিন্তু কেউ পারেনি, এতটুকু টলাতে ।
এবারের ছাত্র জনতার ইস্পাত কঠিন ঐক্যে
বাধ্য হয় দেশ ছেড়ে পালাতে !
অনেকটা কাকতালীয় ভাবে
শহীদের রক্ত কখনো যায়নি বিফলে ।
ফুটপথের সবজি বিক্রেতা থেকে
দোকানীরা, কেউ ছিলনা বসে ।
সবাই কোমর বেঁধে নেমে এসেছিল পথে
কারণ দেশটা ছিল চাঁদাবাজীদের দখলে !
বহু বার নালিশ দিয়ে প্রশাসনে,
উল্টো নিজেরাই পড়েছিল বিপদে ।
তাই সমূলে উৎখাতে
লাঠিসোটা যার যা ছিল তাই নিয়ে হাতে
নেমে পড়ে সম্মুখ যুদ্ধে !
সেদিন যেন তুফান বয়ে গিয়েছিল রাজপথে !
বুলেটে শত শত বুক ক্ষত-বিক্ষত করে
রক্তের বন্যা নেমেছিল দেশে !
তবুও কেউ ফেরেনি ঘরে ।
এত বড় মহা বিপ্লব, একাত্তরের পরে
কেউ দেখেনি এই বাংলাতে !
ওরা শহীদ, ওরা প্রেরণা হয়ে পথ দেখাবে
প্রজন্ম থেকে প্রজন্মে ।
একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ।।