বিসমিল্লাহ্ দিয়ে শুরু হোক বৈধ কাজে
বরকত-কল্যাণ পাবে আল্লাহ-তে ।
সৃজিলেন যিনি, পড় তাঁর নামে সব
প্রশংসা পাবে, সেই একজন রব ।
মহান, যিনি দয়াবান, তুলনা তাঁর নাই
করিলে আত্মসমর্পণ, সব পাওয়া যায় ।
বিসমিল্লাহ্ এর ফযিলত বর্ণনাতীত
থাকিলে বিশ্বাস, এই বাক্যের প্রতি ।
শুকুর গুজারি, যদি হয় বান্দা
নেয়ামত ভরে দিবে, মহান আল্লাহ ।
তাই সদা স্মরণ যেন থাকে মহান প্রভূতে
আর সকল কাজ করি তারই নামে ।।