একাত্তরের নর পিশাচের উত্তর সূরী,
দ্বিতীয় স্বাধীনতার তকমা লাগিয়ে ভাবছে যেন কি
নয়া পাকিস্তান পেয়েছি !
এখনো স্বপ্ন দ্যাখে “দ্বি-জাতি” !
তাই হামলা হিন্দুদের বসত বাড়ি !
আগের মত ভারতে দিলে পাড়ি
দখলে নিয়ে হিন্দু বাড়ি,
নতুন সাজে এ ভূমি হবে ইসলামী !
সে আশায় গুড়ে বালি !
প্রয়োজনে লড়বে আবার বাঙালি ।

এই বঙ্গ হিন্দুদেরই পূর্বপুরুষের ভূমি,
তবে কেন শঙ্কিত হও তুমি ?
হাজার বছর পূর্বে এখানে ছিল কোন জাতি ?
যারা আজ ভিন ধর্মী,
তারা তো তোমাদেরই পূর্ব জ্ঞাতি
নও মুসলিম প্রতিবেশী ।
আপন ভিটে-মাটি রক্ষায় রুখে দাঁড়াও তুমি,
দেখবে পাশে অগণিত নর-নারী ।
সব মুসলিমেরা নয়, তোমাদের প্রতিদ্বন্দ্বী
কারণ এটা তোমাদের জন্মভূমি ।।