শান্তির ধর্ম ইসলাম, শাশ্বত-চিরন্তন
যেখানে একজন মুসলমান
মহান আল্লাহর কিতাবের পরে,
করে তাঁর প্রিয় নবী (স:) কে অনুসরণ
যেটা ধর্মের বিধান
আর সেটাকে করে অবলম্বন
দেশে দেশে হয়েছিলো মহা জাগরণ
সত্যি অনুকরণীয় নবীর জীবন ।
দশম হিজরী মক্কা বিজয়, উজ্জ্বল উদাহরণ
যেটা মুসলিম উম্মার জন্য আদর্শ অনুকরণ
একদা যারা নবীকে করেছিলো,
অমানবিক জুলুম-নির্যাতন !
এমনকি স্বদেশ থেকে বিতাড়ন !
সেই দিনের কথা স্মরণ
করে তিনি কাউকে করেননি পাল্টা আক্রমণ
বরং সবাইকে ক্ষমা করে
রচনা করেছিলেন এক মহা দৃষ্টান্ত স্থাপন
এটাই ইসলামের দর্শন ।
সময় গড়িয়ে সাড়ে চৌদ্দ শতে পদার্পণ
এখন কে মানে সেই দর্শন !
আজকের চিত্র অনেকটা ভিন্ন রকম
নানা মতবাদে দলের ধরন
যেন বেশি প্রতিশোধ পরায়ণ !
অথচ ধর্মে বারণ
এর মধ্যে ধর্মীয় রাজনীতির ইন্ধন !
এতেই লেগে আছে নানা অঘটন !
যখন দেশে হয় পট পরিবর্তন
চলে হিন্দুদের উপর হামলা, নির্যাতন !
সংখ্যালঘু বলে এমন !
তবে জেনে রাখুন,
পৃথিবীর বহু দেশের মুসলমান
সংখ্যালঘু, করে অসহায় জীবন-যাপন !
তাঁরাও হতে পারে এমন অবস্থার সম্মুখীন
তাই এখনই হয়ে যান সাবধান !!