টাকা ছাড়া সেবা এখন ভাবা যেন দায় !
সরকারি সব প্রতিষ্ঠানের গিয়েও দ্যাখো তাই ।
উন্নয়নে ভাসছে দেশ, নেই কোন জবাবদিহি
আঙ্গুল ফুলে কলা গাছ, রাতারাতি বাড়ি-গাড়ি
ঘুষখোর পিয়নও মালিক এখন শত শত কোটি !
জনগণের রক্ত চুষে, করছে এরা মাতব্বরি
স্বাধীন বলে পারছে, নইলে ব্রিটিশ-পাকিস্তানি !
চলছে বায়ান্ন বছর এভাবে, বিরামহীন দুর্নীতি ।
জনগণ বোকা তাই, নেতা গুলো বাট পার
খারাপ লোকে ছেয়ে গেছে, সরকারি দপ্তর
একটি দপ্তর হলো না আজও ঘুষ-দুর্নীতি মুক্ত
আগাছায় ছেয়ে গেছে, তবু এরাই যেন উপযুক্ত
ট্যাক্স-ভ্যাটে মোটা তাজা সরকারি সব কর্মচারী
সুখে কাটে দিনটি ওদের, জনগণ উপবাসী ।
যত পারো নাও লুটে, তোমরাই তো কল কাটি
খেলার পুতুল মোরা, কপাল পোড়া বাংলাদেশি !