দেখে যা আজ তোরা-
হিংসুক পাকিস্তান-আমেরিকা ।
বাঙালি নাম এখন বিশ্বজোড়া
বীরের জাতি বলে কথা ।

তলা বিহীন ঝুড়ি থেকে
বাংলাদেশ উন্নয়নশীল দেশে ।
৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রেরণা-
“আমাদের দাবায়া রাখতে পারবানা”
শুধু সময়ের অপেক্ষা
বাংলাদেশ আর থামবে না ।

ছোট্ট ভূখণ্ড, সীমিত সম্পদ
অপার সম্ভাবনার বাংলাদেশ
আছে আনন্দ গর্ভ উচ্ছ্বাস
পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল
দিগন্ত ছুঁয়ে গেলো মেট্রোরেল ।।