শুকরিয়া রবের, ধন্য আমি, জন্মেছি এই বাংলাদেশে
প্রকৃতির লীলা, গাছপালা-ছায়া, রূপে অপরূপ পল্লী গ্রামে ।
যেথায় পাখির ডাকে ভোর হয়, পাখির ডাকে সন্ধ্যা
সূর্য উঠা- নামার মাঝে, চাঁদ মামার পাই দেখা ।
ষড় ঋতুতে ছয়টি রূপ, এমন সাজ কোথায় পাবে
গ্রীষ্ম-বর্ষা, শরৎ-হেমন্ত, শীত-বসন্ত যেভাবে ।
যেথায় নদীর, বিলে-খালে ছড়িয়ে মাছ হাজার প্রজাতি
সেই মাছের মেলায় ইলিশ রাজা, পেয়েছে বিশ্ব খ্যাতি ।
সুন্দরবণ ঘন অরণ্যে ঘেরা, সাথে রয়েল বেঙ্গল টাইগার
আরো আছে অজস্র জীব বৈচিত্র, নেই তুলনা যে তার ।
কক্সবাজার হলো দীর্ঘতম সৈকত, পৃথিবীতে যা অদ্বিতীয়
‘সাগর কন্যা’ কুয়াকাটায় সূর্যোদয়-সূর্যাস্ত, দেখায় অতুলনীয় ।
আতিথেয়তা-মানবতায় তুলনাহীন, এই বাংলাদেশের মানুষেরা
বিশ্বজোড়া সুনাম আছে, লিখে গেছেন বিদেশী পর্যটকেরা ।
বাংলা থেকে তিন উৎস, ত্রি-বৈশিষ্ট্যের সমাহার
বাঙালী-জাতি, বাংলা-ভাষা, বাংলা-দেশ যার উপহার ।
ভাষার জন্য জীবন দিল, এই বাংলার দামালেরা
জাতিতে বীর, শ্রেষ্ঠ সন্তান, ফিরিয়ে এনেছে স্বাধীনতা ।
বিধ্বস্ত দেশ, শূন্যহাতে, ঘুরে দাঁড়ালো যে জাতি
তাদের কর্মে খুশিতে বিশ্ব, বিদেশে আজ নেতা বাঙালী ।
তাই সম্ভাবনার আরেক নাম- বাংলাদেশের জোয়ানেরা
গর্বিত আমি জন্মে এদেশে, আমরাই হব বিশ্ব সেরা ।।