নানা প্রতিকুলতা পেরিয়ে  
আজ পদার্পণ পঞ্চাশে    
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
চলেছে অপ্রতিরোধ্য গতিতে ।

বাংলাদেশ মানে এগিয়ে চলা
মাথা নোয়াবার নয়
বাংলাদেশীদের সাহসী ইতিহাস
একুশ-একাত্তর প্রেরণা দেয় ।

বাংলাদেশটি চির সবুজে ঘেরা
হাওড়-বিল-খাল-নদী-নালা
বাহারি রূপে ষড় ঋতু মাঝে
নানা বৈচিত্রে অনুপম সাজে ।

ভ্রাতৃত্বে বাংলাদেশ অনন্য নজির
যেখানে ধর্ম যার, উৎসব সবার
অসাম্প্রদায়িক চেতনায় সকলে অনড়
এক হয়ে রুখে, সাম্প্রদায়িকতার ।

এই দেশের কারিগর, গড়ছে সারা বিশ্ব
তাদের এই অবদানে, বিশ্ববাসী মুগ্ধ
উন্নয়নে বাংলাদেশ, উৎপাদনে মোরা
বাংলাদেশীদের পণ্য, বিশ্ব সেরা ।

বাংলাদেশ নয় এখন, তলা বিহীন ঝুড়ি
অপবাদীদের মুখে তাই ফুলঝুরি  
স্বাধীনতার স্বীকৃতি, দেয়নি যে সব দেশ
তাদের কাছে রোল মডেল- বাংলাদেশ ।।