বাংলার রূপ, কি যে অপরূপ
তুলনা যে তার নাই
ষড় ঋতুতে ছয়টি রূপে
সেজে আছে বাংলায় ।
বাংলার মাটি, কত যে খাঁটি
সোনার চেয়ে ও দামি
এমন সোনার দেশটি খুঁজে
পাবে না বিশ্বে তুমি ।
বাংলার পানি, বাংলার পলি
কতই না উর্বর
বাংলায় আছে রকমারি সব
ফল-ফসলের সমাহার ।
বাংলার খাল, বাংলার বিল
বাংলার নদী-নালা
বিচিত্র সব মাছের মেলায়
এই বাংলাই হলো সেরা ।
বাংলা ভাষা কত যে মধুর
আবেগ ভরা টান
বাংলা ভাষার কাব্য-কবিতায়
জুড়ায় আপন প্রাণ ।
বাংলা ভাষা, আজ বিশ্ব স্মরে
প্রতি একুশে ফেব্রুয়ারি
ভাষার জন্য জীবন দিয়েছে
বিশ্বে এক বাঙালি জাতি ।
বাংলার আকাশ, বাংলার বাতাস
এই বাংলার পুণ্য ভূমি
দখল মুক্ত করতে বাঙ্গালিরা
করেছে যুদ্ধ, নয় মাস ব্যাপী ।
আমি বাঙালি, ভাষা বাংলা
বাংলা আমার দেশ
এই বাংলার গ্রাম-শহরে
সুখে আছি মোরা বেশ ।
বাংলা আমার শেষ ভরসা
বাংলা আমার জীবন
যে বাংলায় জন্ম আমার
সে বাংলাতে যেন হয় মরণ ।।