দিন যাচ্ছে চলে, নদীর স্রোতের মত
কালের ঘড়িটিও হচ্ছে সংকীর্ণ
দু:খ বেদনা সহ জীবনের স্মৃতি
নিয়ে কোথায় ভিড়বে, এ জীবন তরী ।
ভুল ছিলো জীবনের প্রতিটি ধাপে
শোধরাতে পারিনি, এখনো ভুলের মাঝে
চেষ্টা করে যাচ্ছি, প্রত্যহ অবিরত
তবুও মিলছে না একটু আশার আলো ।
কেউ জানে না, কারো ভূত-ভবিষ্যৎ
তবু রাশি ফলে চলে, হিসাব-নিকাশ
ভাগ্য নিয়ে সমাজে, কত কি তামাশা
পরিশ্রম-বিশ্বাস, এটা ছাড়া কিছু না ।
মনের কষ্টের কথা গুলো
শোনার নেই সময়, এতটুকু কারো
বুকে জমা রেখে, তাই দিবা-নিশি ভাবি
অজানা রয়ে গেল, প্রশ্নের উত্তর গুলি ।।