একজন প্রকৃত আদর্শবান নেতা
যার চিন্তায় কর্মে থাকে দূরদর্শিতা ।
নিজের জন্য না ভেবে
করে কাজ জনহিতের তরে ।
অপরের সুখ-কল্যাণ নিয়ে
করে জাতির উন্নতি বিবেচনা দিয়ে ।

অবশ্যই নিজেকে ভাবে প্রত্যেক জনে
নেতাও ব্যতিক্রম নয়, এই খানে ।
ভাবুক তবে তিনি যে নেতা
ভাবনাতেও থাকতে হবে তার ভিন্নতা ।
তা না হলে তিনি কিসের নেতা
অপরের দু:খ-কষ্টে বুকে যার ব্যথা,
তিনিই হতে পারে আদর্শ নেতা
নইলে জনগণ-নেতা পার্থক্য কোথা।

আজ সমাজে, দেশে সব খানে ভিন্নতা
নেতা বলতে এমন কাউকে দেখি না
আছে শুধু চাপা বাজি আর মিথ্যাচার
জনদরদী নামটি ভোটের জন্য ব্যবহার ।।