আজ হোক কাল একদিন
কেউ থাকবো না চিরদিন
এটা যে স্রষ্টার বিধান
শুদ্ধতায় ভরে থাকুক প্রাণ ।
চারপাশে এত অপসংস্কৃতি
কোনটা রেখে কোনটা ধরি
মনে হয় খারাপের কাছাকাছি
সত্য নিয়ে কিভাবে চলি ?
সর্বাঙ্গে অসুস্থ প্রতিযোগিতা !
যেন জাহিলিয়াতের বর্বরতা
কারো নেই মাথা ব্যথা
জানি না এটা কোন সভ্যতা !
আধুনিকতার এই চরম ক্ষণে
যেটাই করি একটু ভেবে চিন্তে
যেন স্রোতে গা ভাসিয়ে
নিজেকে না দিই বিলীন করে ।
যা কিছু সত্য ও সুন্দর
কেবল সেই সব গ্রহণ করি
আর মিথ্যা ও অশ্লীলতাকে
এই মন থেকে ছুড়ে ফেলি ।।