রকমারি সব মতের মানুষ এই পৃথিবীতে
মিল নেই যাদের ভাষায়, জ্ঞানের পরিধিতে
তবু ও মানুষ চলি, একে অন্যের আর্দশতে
কখনো হই, যেমনটি নই, মানুষ-অমানুষে ।।