আদম সৃষ্টি নিয়ে, ফেরেস্তাদের ডাকি
মহান স্রষ্টা শুনালো, নিজের ইচ্ছাটি
ফেরেস্তারা নিষ্পাপ, তাই আদম সৃষ্টি নিয়ে
দিলো মতামত, একটু ভীত-শঙ্কিত হয়ে ।
মারামারিতে লিপ্ত হয়ে, জমিন হবে উত্তপ্ত
ফেরেস্তাদের এমন অভিযোগ সত্ত্বেও
বানালেন তিনি, তার প্রিয় আদম ও হাওয়াকে
বললেন, সব খেয়ো; ‘গন্দম’ খেয়ো না ভুলে ।
অতঃপর, শয়তানের প্ররোচনায় তাই হলো
যা ছিলো বিধাতার ইচ্ছা, পূর্ব নির্ধারিত
‘গুনাহ’ হয়েই গেলো ! না হলে এই পৃথিবী
অজানায় থেকে যেতো, এমন অপূর্ব সৃষ্টি ।
হাদিসে কুদসীতে আল্লাহর বাণী
যদি বান্দা কখনোই গুনাহ না করতো
তবে এরকম বহু সংখ্যক পৃথিবী
এবং মানুষ বানাতেন তিনি ।
অতঃপর যখন তারা করতো গুনাহ
ভুল স্বীকারে, চাইতো ক্ষমা
তিনি খুশি হয়ে, তব বান্দা
মাফ করে, দিতেন হেদায়েত-করুণা ।
এই বিশ্ব বড় অদ্ভুত, রহস্যে ঘেরা !
আসেনা বুঝে, পাইনা কুল-কিনারা
জানা-অজানা যত কুল-কায়েনাত
ধ্বংস অনিবার্য, যেদিন রোজ-কেয়ামত ।
জিন-ইনসান-ফেরেস্তা, কেউ রইবেনা বাদ
সবাইকে নিতে হবে, মৃত্যুর স্বাদ
সেই অন্তিম মুহূর্তে দিয়ো মোরে ক্ষমা
আর মুখে জারি করায়ো কালেমায়ে তাইয়্যেবা।।