কোটি প্রশংসা সব এক মহান আল্লাহর
যিনি দয়া ও ক্ষমা দিয়ে, বাঁচান বান্দার
কুল-মাখলুখ করে, সদা তাঁর গুণগান
আমি অধম, ধুলি কণার ও নই সমান
কৃতজ্ঞতা নেই, কেবল দুনিয়ার মোহে
মাতালের মত যেন, সব কিছু ভুলে ।
অবাধ্য বান্দা তবু ও করোনি বঞ্চিত
দিয়েছো সমানে তোমার নেয়ামত যত
নি:শ্বাসে বেঁচে আছি, এটা অমূল্য দান
চরম অকৃতজ্ঞ বলে, বুঝিনি এর দাম ।
হে আল্লাহ, দাও তোমার হেদায়েত-করুণা
যেন সদা করি অনুসরণ, তোমার ওই পথটা
ভুলে যেনো না যাই, রেখো ক্ষণে বিপদে
বিপদে পড়লে বান্দা, তোমাকেই স্মরে
প্রিয় বান্দাদের তুমি, করো কত কি পরীক্ষা
অতটা দিয়ো না, যা সহ্য করতে পারিনা ।
সরল সহজ পথে, দিয়ো দিশা মোরে
সাথে বরকত, কল্যাণ রেখো সকল কর্মে
আর্জি কবুল করো, তোমার প্রিয় নবীর খাতিরে
কোটি শুকরিয়া, তাঁর উম্মত হতে পেরে ।।