ওই দ্যাখো ঘনিয়ে আসছে যুদ্ধ !
যুদ্ধ বাজ আমেরিকা-মিত্র ঐক্যবদ্ধ
পরা শক্তি বলে কথা ! রাশিয়া
ঘাট বেঁধেছে করবে যুদ্ধ, মানছেনা বাঁধা ।
ইউরোপীয় ইউনিয়ন, সাথে ন্যাটো
দিচ্ছে হুমকি-ধামকি আমেরিকার মত
একজোট হয়ে বেঁধেছে এখন মিত্র
ভূ রাজনীতিতে এ এক অন্য রকম চিত্র
নইলে গ্যাস, তেল থেকে হতে হবে বঞ্চিত
তাই অনেকটা ইচ্ছার বিরুদ্ধে আনুগত্য ।
অবাধে যারা করছে বিধ্বংসী বোমা নির্মাণ
সভ্য বিশ্বে এটা হতে পারেনা সভ্যতার নিদর্শন
মানবিক বিশ্বে সেই অস্ত্র বিক্রির জন্যে
কৌশলে বাঁধায় গণ্ডগোল একে অন্যের মধ্যে ।
সব বৈধ নিজের জন্য, অন্যের নেই ক্ষমা
আদতে আমেরিকা সন্ত্রাসীদের কারখানা
তবুও সভ্য জগতে দেখি, তারাই মহান
কারণ শক্তির কাছে ধরাশায়ী বিশ্ব ভুবন ।।