করোনায় সব স্থবির, তবুও ওরা মহা খুশি
দিব্যি আয়েশি জীবনে দেশের সরকারি ব্যক্তি
ওদের কাছে কিছুই না, লক ডাউন-শাট ডাউন
যারা অফিস না করেও ঘরে বসে পায় বেতন ।
ইতিপূর্বে বেতন বেড়ে, হয়েছে এক’শ দশ গুন
তবুও ওদের পেটে খিদে, জ্বলছে যেন আগুন
যত মরণ গরীবের, মড়ার উপর খাঁড়ার ঘা
নুন আনতে পানতা ফুরায়, দ্রব্যমূল্যে দিশেহারা ।
প্রতি পাঁচ বছর পর, মহার্ঘ্য ভাতা বাড়াতে
কৃত্রিম সংকট সৃষ্টি করে, সরকারি লোকে
মূল্যে দেখিয়ে ঊর্ধ্বগতি, বেতন হবে বৃদ্ধি
সংকট নয় এটা, আমলাদের কারসাজি ।
দেশটা ওদের বাপ-দাদার, সুখে থাকুক ওরা
আমরা হলাম জনগণ, কেবল বলির পাঁঠা
এই দেশে আঠারো কোটি, মানুষ আছে বৈকি
পনের লক্ষ সরকারি, ওদের জন্যই দেশটি ।।