(১৪ লাইন x ১৪ অক্ষরের ফরমেটে লেখার একটু চেষ্টা...)

                                                                                                                                            
ছোপ ছোপ ছাড়া ছাড়া স্বপ্নে মোড়া দিন,
মনের তুলিতে আঁকা দারুন রঙিন ।
মিলায় ফ্যাকাশে হয়ে বিস্মৃতির কোলে,
ঠিক যেন সন্ধ্যারাগ বেলান্তের কালে।
কি যেন কি বলে গেল হোলোনাতো জানা,
হয়তো রাখতে মনে করেছে সে মানা ।
রংতুলি-ক্যানভাস, আবার যোগাড়,
বুঁদ হয়ে খুঁজি ফের স্বপ্নের কিনার ।
ভাঙ্গা-গড়া সারাদিন প্রাণের তাগিদে,
নিয়ে কিছু ভালবাসা, বাকীটা বিবাদে ।
পেয়েছে স্বপ্ন কতক নিজের আকার,
বাকীদের হন্যি দশা শুধু পালাবার ।
স্বপ্নেরা যায় আসে করোটির কোঠায়,
আগামীর আলো ডাকে বাঁচার আশায় ।