১                  

আলোর প্রখর রশ্মিরা গড়ে হাজারো পুরু দেয়াল,
বাড়িয়ে দিয়ে ব্যবধান শুধু রোজ আমাদের মাঝে,
নিবিড় আঁধার চাদর ঘোচায় যত দূরত্ব জাল,
বুকের ভেতরে টানে তখন তোমায় আমার কাছে।

পলক মেলতেই ঝাঁঝালো সূর্য্য ছড়ায় টুকরো কাঁচ,
প্রাণের গভীরে বিঁধে চলে যারা হয়ে নিদারুণ কাঁটা,
প্রতীক্ষা শুরু মনে নিয়ে শুধু তোমারই মুখের ছাঁচ,
আবার কখন তোমার সাথে রাতের কালোয় হাঁটা ।

কথার পিঠে কথারা ঢাকে আমাদের সংলাপ,
শোরগোলে ভরা শব্দরা যত বাধায় ধুন্ধুমার,
অর্থবিহীন শব্দে কেবল বেড়ে চলে সন্তাপ,
প্রাণের বিরানে হাহাকার শুধু তোমার শব্দ শোনার ।

                              ২      

আলোর করাত কাটছে বাঁধন রোজ আমাদের মাঝে,
আঁধার টানে বুকের ভেতর তোমায় আমার কাছে ।
মেলতে পলক দিনের ঝলক বিঁধল হয়ে কাঁটা,
চোখ বুজতেই তোমার সাথে রাতের কালোয় হাঁটা ।
শব্দমুখর জীবনপাটে হাজার শোরের ভিড়ে,
তোমার কথা শোনার হুতাশ প্রাণের বিরান জুড়ে ।