শ্রদ্ধার্ঘ্য
প্রথম লেখা অ আ ক খ
মায়ের হাত ধরে।
প্রথম ইস্কুল হাটি হাটি পা
বাবার সাথে, মনে পড়ে।
বারে বারে ফিরে দেখা
সেই ছোট্টোবেলা আসে।
বাক্স খুললে সহজ পাঠের
গন্ধ আসে ভেসে।।
মানুষ গড়ার কারিগর
যাদের আমরা বলি।
সেই শিক্ষায় অনুসরণ
কতটা মেনে চলি?
শিক্ষার সেই নির্মল আকাশে
যারা আমাদের ছাউনি
মানুষ গড়ার অঙ্ক কষেন
ভেদাভেদ করেননি।।
লিখে বলে শ্রদ্ধার্ঘ্য
অর্পণ করা যায় কি?
তাদের স্থান অনেক উর্ধ্বে
এটাই সত্য নয় কি!
-সরস্বতী দাস