বৃষ্টি তোমার রঙটা কেমন
সাদা কালোয় ঢাকা ?
নাকি রামধনুর ঐ সাতটি রঙে
কোথাও, আছো তুমি আঁকা ।
বৃষ্টি বলে, আমি ঝরার পরে
মনে, যেমন রঙের হাওয়া
সেই রঙেতে রেঙে আমি
হলাম তাদের চাওয়া ।
বৃষ্টি, তুমি ধানের ক্ষেতে
যখন এসে পড়
সুন্দর সেই মাটির কাছে
কোনো প্রতিশ্রূতি কর ?
বৃষ্টি বলে, আমার ছোঁয়ায় তারা যেমন
হাওয়ার সাথে দোলে
ফোঁটা ফোঁটা পাতায় আমি
তাই তো শ্যামল শস্য ফলে ।
বৃষ্টি তুমি, পদ্মপাতায়
কেমন, ভেসে ভেসে ঘুমাও
ভয় করেনা কানায় কানায়
যখন পদ্ম পুকুর ভরাও ।
বৃষ্টি বলে, আমার ধারায় টলটল জলে
সে, রাণীর মতো ভাসে
তার ছোঁয়ায় অজানা আদরে
একটু ঘুম তো আসে ।
বৃষ্টি তোমার ঝরার সময়
আমার কবিতার প্রেমে পড়া
জানালা দিয়ে বাড়িয়ে হাত
সহজে দাওনা ধরা ।
বৃষ্টি বলে, রৌদ্র আলো ছায়ায় তোমার
আসে না কবিতায় প্রেম ?
তারা যে সব সঙ্গী আমার
তাই গোপনে ধরা দিলেম ।
বৃষ্টি তোমার বর্ষনে
আমাদের নিঃশব্দ স্নান
বেলী গন্ধরাজ টগরের
ফিরল শোভায় প্রান ।
বৃষ্টি বলে, তোমাদের শোভায় পরিচয় আমার
তাই তো আমার এত দাম
তোমাদের ছুঁয়ে বাড়াতে রূপ
তাই তো আবার ছুটে এলাম ।