অধিকার
পৃথিবীতে মানুষের ভালোভাবে বাঁচার
আছে পূর্ণ অধিকার
শ্রমিকের ন্যায্য মুজুরীর অধিকার।
ভালোবেসে কষ্ট দেওয়া
এটাও মানুষের অধিকার।।
তবুও মানুষ ভুলে গেছে
বাঁচার মতো বাঁচতে
প্রাণ খুলে হাসতে।
স্বস্তির নিঃশ্বাস ফেলতে
অন্যের ব্যথায় ব্যকূল হতে
চোখের জলের মূল্য দিতে।।
মানুষ এখন দিকভ্রান্ত
কোথাও নেই স্বান্তনা
নেই এতটুকু শান্তি।
কেমন করে মানুষ পাবে তার সন্মান
মনে প্রশ্ন জাগে বার বার
কবে মানুষ পাবে তার
ন্যায্য অধিকার।।
- সরস্বতী দাস