সামর্থ্যের কাঁটাতারে,
আবদ্ধ থাকা শিখে গেছি।
আমি দ্বিধাহীন ভাবেই,
অযথা প্রত্যাশা হত্যা করি।
আমি চৈত্র মাসের ফাঁটা চৌচির জমি!
স্বপ্নের মায়াজালে -
নিজেকে জড়িয়ে কাদাই না আর।
প্রয়োজনের মাঝে নিজেকে সীমাবদ্ধ রেখে, তৃপ্তির ঘ্রান খুঁজে নিচ্ছি!
বিলাসিতা নামক মরীচিকার ছাই-চাপা দেয়া হোক - জীবনের তীরে।
এখন ঊর্দ্ধপানে তারকারাজির দিকে তাকালে, জীবন মানের হিসাব মিলানো সহজ লাগে।
পৃথিবী টা একটা গাঢ় অন্ধকার প্রকোষ্ঠ, পরীক্ষা কেন্দ্র---
স্রষ্টা আমাদের এখানে সুখ খুঁজতে পাঠায় নি।
পরীক্ষার হলে বসে হাতছানি দিয়ে বিনোদনে ডুবে মরার ইচ্ছা কি অহেতুক নয়?
তারপর কি মনে রাখি?-
গোলাকার এই কেন্দ্র থেকে ছুটির ঘণ্টাধ্বনি বাঁজবে!
———সারা ইশাল…