সময় এর সাথে সাথে মলীন হতে থাকে ভরসা,
ফুরিয়ে যায় আবেগ মাখা ভাষা,
শৈশব, যৌবন কত শত আশা।
মাটির মানুষ যেন মাটি হতে থাকে-
মানুষ মরে গেলে পঁচে যায়,
বেঁচে থাকলে বদলায়, বার বার বদলায়।
সে বদলে যাওয়ার প্রক্রিয়া গুলো
ধীরে ধীরে মাটি হওয়ার দিকে ধাবিত!
যেন আমাদের পচন শুরু জন্মলগ্ন থেকেই।
এই সত্য থেকে আমরা বিমুখ হয়ে বসে থাকি। ছুটে বেড়াই দিক বেদিক,অশান্তির বাসা বাঁধি।
প্রকৃতি,বাস্তবতা,নিয়তি-
সবই আমাদের মাটি হতে বলে।
কিন্তু কেন জানি আমরা মাটি হতে শিখি নি।
তাই হয়তো বা স্থির হতে পারি না।
অজানা অভাবের তাড়নায় ভুগি।